Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে ব্যাটে-বলে সেরা কে?

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৮

এশিয়া কাপে ব্যাটে-বলে সেরা দুই ভারতীয় ক্রিকেটার

২০ দিনে ৮ দলের জমজমাট এক লড়াই। সংযুক্ত আরব আমিরাতে রোমাঞ্চকর এক ফাইনাল শেষে পর্দা নামল এবারের এশিয়া কাপের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওভারের শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে রেকর্ড ৯ম শিরোপা জিতেছে ভারত। এবারের আসরে ব্যাট ও বল হাতে সেরা হয়েছেন কে?

টুর্নামেন্টের শুরু থেকেই অবিশ্বাস্য ফর্মে ছিলেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। গ্রুপ পর্বে দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা। সুপার ফোরে হয়ে উঠেছেন আরও বিধ্বংসী, করেছেন টানা তিন ফিফটি।  ২০০ স্ট্রাইক রেটে ৩২ চার ও ১৯টি ছক্কা মেরে এবারের এশিয়া কাপে ৩১৪ রান করেছেন অভিষেক। টুর্নামেন্ট সেরাও হয়েছেন এই তরুণ খেলোয়াড়।

বিজ্ঞাপন

অভিষেকের পরেই আছেন শ্রীলংকান ব্যাটার পাথুম নিশানকা। এবারের আসরে তিনি করেছেন ২৬১ রান। ২১৭ করা পাকিস্তানের সাহিবজাদা ফারহান করেছেন ২১৭ রান। ভারতের ফাইনালের জয়ের নায়ক তিলক বর্মা করেছেন ২১৩ রান। পাকিস্তানের ফাখার জামানের রান ১৮১।

রানের পাশাপাশি উইকেটেও সেরা ভারতের ক্রিকেটার। ফাইনালে ৪ উইকেট নেওয়া কুলদিপ যাদব এবারের আসরে ৭ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। তার ইকোনমি ছিল ৬.২৭।

কুলদিপের পরেই আছেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি নিয়েছেন ৭ ম্যাচে ১০ উইকেট। আরব আমিরাত পেসার জুনায়েদ সিদ্দিকি ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৬ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। পাকিস্তানের হারিস রউফ ৫ ম্যাচে পেয়েছেন ৯ উইকেট।

সারাবাংলা/এফএম

অভিষেক শর্মা এশিয়া কাপ ২০২৫ কুলদিপ যাদব ফাইনাল ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর