Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ে আবার পুরনো খেলা শুরু হয়েছে: হাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

ঢাকা: পার্বত্য চট্টগ্রামে আবারও ‘পুরনো খেলা’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, ‘বহু বছর আগে থেকেই সেখানে ভারতীয় পতাকা উড়তো। তবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে পাহাড়ে বাঙালিদের পুনর্বাসনের মাধ্যমে জনসংখ্যার ভারসাম্য তৈরি হওয়ায় আর কেউ ভারতের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিতে পারেনি।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

হাফিজ বলেন, ‘যারা বলছে নির্বাচন হতে দেওয়া হবে না, তাদের উদ্দেশে বলতে চাই— বিএনপি কোনো দুর্বল দল নয়। ১৭ বছরের আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না। ইনশাল্লাহ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।’

বিজ্ঞাপন

বর্তমান প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বৈরাচারের দোসরদের মাঠে রেখে আমরা কোনো নির্বাচনে যেতে পারি না।’ তিনি অভিযোগ করেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনিক কাঠামোতেও নিরপেক্ষতা ফিরিয়ে আনতে হবে।

সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর পদ্ধতি) নিয়ে আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দেশের জনগণের সে সম্পর্কে কোনো ধারণা নেই। জনগণ ম্যান্ডেট দিলে তবেই তা চালু করা যেতে পারে। বাইরে থেকে চাপিয়ে দিলে গণতন্ত্রের ক্ষতি হবে।’

এ ছাড়া, তিনি এনসিপিকে ‘আওয়ামী লীগের রোগে আক্রান্ত’ আখ্যা দিয়ে বলেন, ‘যেভাবে আওয়ামী লীগ স্বাধীনতার কৃতিত্ব নিজেদের কাঁধে নিতে চায়, এনসিপির তরুণরা এখন শেখ হাসিনার পতনের দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে।’

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে ১০৪ সদস্যের প্রতিনিধি দল যাওয়ার সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, ‘১০ মিনিটের ভাষণের জন্য এত বড় প্রতিনিধি দল নেওয়া জনগণের ট্যাক্সের অর্থের অপচয়।’

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

পার্বত্য চট্টগ্রাম বিএনপি হাফিজ উদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

৫ দলের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৬

আফতাব নগরে হিরো আলমের ওপর হামলা
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৬

নিয়োগ দিচ্ছে ইউ-এস বাংলা
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৬

আরো

সম্পর্কিত খবর