Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় গ্রেফতার সাবেক বিচারপতি মানিক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১২

সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। ছবি: সংগৃহীত

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বলেন, সাবেক বিচারপতি মানিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। পরে শুনানি শেষে তাকে দুদকের মামলায় গ্রেফতার দেখিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন করেন শামসুদ্দিন চৌধুরী মানিক। মামলায় এসব সম্পদের মালিকানা অর্জনপূর্বক তা দখলে রাখা এবং হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ২৩ আগস্ট রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।