Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১০

ইলিশ মাছ। ছবি: সারাবাংলা

ঢাকা: মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, বিপণন ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ ঘোষণা দেন। ওই ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত করে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ পরিচালনা করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, গবেষণা এবং মৎস্যজীবীদের মতামতের ভিত্তিতে এ সময় নির্ধারণ করা হয়েছে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের চারদিন ও অমাবস্যার পরের তিনদিনসহ মোট ২২ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইলিশের প্রজনন নিশ্চিত করতে দু’টি পর্যায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজননের সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানায়, ওই ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রয়, মজুদ এবং জলসীমায় মাছ ধরার ট্রলারের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। নদীতে ড্রেজিং সম্পূর্ণ বন্ধ রাখা হবে। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ-পুলিশ, কোস্টগার্ড, নৌ-বাহিনী ও বিমান বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করবে। এ সময় জেলেদের সহায়তায় সরকার ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার ছয় লাখ ২০ হাজার ১৪০টি জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে। পরিবার প্রতি বরাদ্দ থাকবে ২৫ কেজি করে চাল, যা দিতে মোট ১৫ হাজার ৫০৩ দশমিক ৫০ মেট্রিক টন চাল প্রয়োজন হবে।

মা ইলিশ সংরক্ষণের এই সরকারি উদ্যোগকে উপদেষ্টা দীর্ঘমেয়াদি ফলদায়ক পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকলে দেশের ইলিশ উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং রফতানি বৃদ্ধির সম্ভাবনাও সৃষ্টি হবে।

সারাবাংলা/ইএইচটি/ইআ

ইলিশ আহরণ ইলিশ ধরা নিষিদ্ধ

বিজ্ঞাপন

সোনার বারসহ পাচারকারী নারী আটক
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪

আরো

সম্পর্কিত খবর