পাবনা: পাবনায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পাবনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের মধ্যে বিআরটিএ-এর ট্রাস্টি বোর্ডের ৬৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, বিআরটিএ পাবনা সার্কেলের সহকারী পরিচালক আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিমসহ জেলা প্রশাসন ও বিআরটি এ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা করে দেওয়া হয়।