ঢাকা: বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে অনলাইনে মতামত প্রদানের আহ্বান জানিয়েছে সরকার গঠিত ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’। এ লক্ষ্যে চার ক্যাটাগরির ৪টি পৃথক প্রশ্নমালা তৈরি করেছে কমিশন। paycommission2025.gov.bd শীর্ষক ওয়েবসাইট ভিজিট করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত প্রশ্নমালা পূরণ সাপেক্ষে মতামত প্রদান করা যাবে। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’ ইতোমধ্যে কাজ শুরু করেছে। একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন চার ক্যাটাগরির ৪টি পৃথক প্রশ্নমালা তৈরি করেছে। চার ক্যাটাগরির মধ্যে চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য পৃথক আরেক ক্যাটাগরির প্রশ্নমালা রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল ক্যাটাগরির প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd-তে পাওয়া যাবে। যে কেউ এতে মতামত দিতে পারবেন। আগ্রহী ব্যক্তি বা চাকরিজীবী কিংবা কোনো প্রতিষ্ঠান বা সমিতি অনলাইনে প্রদত্ত প্রশ্নমালা পূরণ করে মতামত দিতে পারবেন। কোনো অ্যাসোসিয়েশন বা সমিতি কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে বিষয়টি জানাতে পারবেন।