ঢাকা: খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ তার পূর্বের বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে তিনি ঘটনাটিকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করেছিলেন। এ বক্তব্যের পর সারাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচনার মুখে সোমবার (২৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে মাসউদ জানান, ওই শব্দ ব্যবহার তার উদ্দেশ্যপ্রণোদিত ছিল না, বরং তাৎক্ষণিকভাবে ভুলবশত উচ্চারিত হয়েছিল।
তিনি লেখেন, ‘ধর্ষণের মতো জঘন্য অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে। আমার অনিচ্ছাকৃত মন্তব্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমি দুঃখিত।’
এনসিপি নেতা আরও বলেন, পাহাড় ও সমতলের সব নাগরিককে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তিনি।
হান্নান মাসউদ আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাতে উভয় পক্ষের বক্তব্য গুরুত্বসহকারে শোনা হয় এবং সংঘাতমুখর পরিস্থিতি প্রশমিত করা যায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সমর্থক ও সমালোচকদের কাছে মাসউদ আশা প্রকাশ করেছেন যে, তার ভুল মন্তব্যকে একটি মুহূর্তের অসাবধানতা হিসেবেই দেখা হবে।