Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে অস্থিরতা ও দুর্গাপূজাকে ঘিরে গভীর চক্রান্তের অভিযোগ রিজভীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৬

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির জন্য একটি মহল পরিকল্পিতভাবে নানামুখী চক্রান্ত চালাচ্ছে। পাহাড়ে হঠাৎ করে অশান্তির লক্ষণ, গার্মেন্টস সেক্টরে অস্থিরতা এবং পার্শ্ববর্তী দেশ আক্রমণ করতে পারে—এমন সব গুজব একই পরিকল্পনার অংশ হতে পারে বলে তিনি দাবি করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে-বিদেশে অনেক চক্রান্তকারী সক্রিয় রয়েছে। তারা বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায়, জাতিগত সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করতে চায়। দুর্গাপূজার মতো বড় ধর্মীয় উৎসবকে ঘিরেও তারা অস্থিরতা তৈরির চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

রিজভী জানান, প্রায় ৩৫ হাজার পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা নজরদারির দায়িত্ব পালন করছেন, যাতে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড না ঘটতে পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন নেতাকর্মীদের উদ্দেশে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘আজ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে, আবারও কি নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে? এসব কি কোনো বড় ধরনের গেমপ্ল্যান নয়? আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে।’

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার সপ্তমী প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, উৎসব যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটি নিশ্চিত করতে সব রাজনৈতিক দল ও গণতন্ত্রকামী শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এনজে

দুর্গাপূজা রিজভী

বিজ্ঞাপন

বিএসটিআই’র ক্যালিব্রেশন ফি হ্রাস
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮

আরো

সম্পর্কিত খবর