Monday 29 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৮

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক কর্মশালা

রাজবাড়ী: ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান বিষয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বক্তব্য দেন।

টাইফয়েড টিকাদানের গুরুত্ব ও টাইফয়েডের ভয়াবহতা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. অচিন্ত। কর্মশালায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালা সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা তথ্য অফিসার রেখা।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আগামী ১২ অক্টোবর টিকাদান কর্মসূচি শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘টাইফয়েড জ্বর একটি ভয়াবহ পানিবাহিত রোগ। টায়ফয়েড জ্বরে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত খবর গ্রহণের পাশাপাশি সময়মতো টিকা নিলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। জেলায় ৩ লাখ ১১ হাজার ৭২১জনকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এই টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই।’

সারাবাংলা/এইচআই

টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর