Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: বিএনপি নেতা তুহিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪২

শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ছবি: সংগৃহীত

নীলফামারী: নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সনাতনী সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ‘আমরা কোনো ধর্মীয় লোকের জন্য নই, আমরা সবার জন্য। সকল বাংলাদেশিকে আমরা সমানভাবে দেখি। ধর্ম আমাদের যার যার, রাষ্ট্র আমাদের সবার।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ডোমার নাট্য সমিতি মঞ্চে ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তুহিন বলেন, ‘ডোমার-ডিমলার মানুষের যেকোনো বিপদ-আপদে পাশে থাকতে চাই। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমাদের বেকার যুবকদের চাকরি দেবো। আমরা ধরে ধরে চাকরি দিতে চাই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি যদি এই আসনে এমপি নির্বাচিত হই তাহলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কল-কারখানা, কালভার্ট করবো এবং কোনো রাস্তা কাঁচা থাকবে না।

ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালু’র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডোমার পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আনিছুর রহমান আনু ও সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে ডোমারের ১০৩টি পূজামণ্ডপে উপহার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর