ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি কখনোই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি এবং করবে না।
তিনি বলেন, ‘আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। সবাই এই দেশের নাগরিক, এখানে কেউ যেন সম্প্রদায়ভিত্তিক বিভাজনে না জড়ায়।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নানা ষড়যন্ত্রমূলক তৎপরতা চালানো হচ্ছে। তবে অতীতে যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও সফল হবে না।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি অতীতে হিন্দু সম্প্রদায়ের ভোটকে বাক্সবন্দি করার চেষ্টা করেছে। এখনো একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টির অপচেষ্টা করছে। সবাইকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘নানা ইস্যু সৃষ্টি করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইবে, জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।’
সালাহউদ্দিন দাবি করেন, গত ১৬ বছর ধরে বিএনপি গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে আসছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের মত প্রকাশ করতে পারবে।