Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৮

ঢাকা: ৪৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১২ অক্টোবর এবং চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৮৩১ জন প্রার্থী পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে  প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

বিজ্ঞাপন

বিপিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত বিপিএসসি ফরম-১ সহ প্রয়োজনীয় সব সনদ ও কাগজপত্রের দুই সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। এসব কাগজপত্র বা ফরম জমা না দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

এই ঠিকানায় বিজ্ঞপ্তিটি দেখা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর