সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখতে ঐক্যের আহ্বান তারিকুল ইসলামের সবার ঐক্য নিয়ে সাম্প্রদায়িক ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট ম. তারিকুল ইসলাম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তারিকুল ইসলাম বলেন, ‘গত ১৬ বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। কিন্তু নতুন সময়ে সেই রাজনীতির আর কোনো সুযোগ নেই। সবার ঐক্য নিয়েই আমরা এই অপরাজনীতি রুখে দেব। সম্প্রীতি অটুট থাকলে কেউ নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির ও অন্তর্ভুক্তিমূলক। যেখানে ধর্মীয় পরিচয়ের বিভাজন থাকবে না, একটাই পরিচয় হবে—আমরা সবাই বাংলাদেশি।’
এ সময় জাতীয় যুবশক্তির আহ্বায়ক বিভিন্ন ধর্মের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের ওপর গুরুত্বারোপ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংগঠনটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।