ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজার যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল। কাতারের সংবাদ মাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফার এক প্রস্তাব ঘোষণা করেন, যেটিতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।
প্রস্তাব বাস্তবায়নের জন্য হামাসের অনুমোদনের জন্য অপেক্ষা করা হবে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যদি হামাস এটিতে সম্মত হয় তবে ৭২ ঘণ্টার মধ্যে সব জীবিত ও মৃত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে গাজার নিয়ন্ত্রণে দরকার অনুযায়ী পরিবর্তন আনা হবে—প্রস্তাবে বলা হয়েছে, গাজার উপর একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের উদ্যোগ নেয়া হবে, যেখানে আমেরিকা, ইউরোপ ও কয়েকটি আরব দেশ সম্পর্কে সম্পৃক্ততা থাকবে এবং ট্রাম্পের ভূমিকাকে উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবে আরও উল্লেখ আছে, গাজার অধিবাসীরা তাদের টেরিটরিতেই থাকবে এবং কাউকে জোরপূর্বক অন্য দেশে প্রেরণ করার চেষ্টা করা হবে না। হামাসের জিম্মিদের বহির্গমন ও মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্য ধরা হয়েছে।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে এবং এ কাজে আরব দেশগুলোর সহযোগিতা থাকবে—তারা হামাসের সামরিক অবকাঠামো, সুড়ঙ্গসহ অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ধ্বংসে সহায়তা করবে বলে তিনি দাবি করেছেন। একই সময় তিনি সতর্ক করেছেন, যদি আরব দেশগুলো নিরস্ত্রীকরণে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলকে এ কাজই করতে হবে এবং যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন করবে।