Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে কেউ উপনিবেশে পরিণত করতে পারবে না: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “বাংলাদেশকে কেউ উপনিবেশে পরিণত করতে পারবে না।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে একটি পরাজিত শক্তি নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। তবে, দেশের মানুষ সব ষড়যন্ত্র প্রতিহত করেছে। তিনি বলেন, “অতীতের মতো এবারও ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। দেশের সব ধর্ম-বর্ণের মানুষ ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখেছে।”

তিনি আরও বলেন, “চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে—কিন্তু সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করেছে এ দেশের মানুষ। সম্প্রীতির বন্ধনই অপশক্তির সব পরিকল্পনা ব্যর্থ করেছে।”

বিজ্ঞাপন

রিজভীর দাবি, পূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। “এই উৎসব প্রতিটি মানুষের মাঝে আনন্দ ও ঐক্যের অনুভূতি সৃষ্টি করেছে,” যোগ করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে হবে, যাতে কোনো ধরনের উসকানি বা হামলা সফল না হয়।”

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর