Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ে ব্যবস্থা নেওয়ার পরও একটি গোষ্ঠী অরাজকতার ইন্ধন দিচ্ছে: আইজিপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৬

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পাহাড়ের অরাজকতার পেছনে একটি ধর্ষণের ঘটনা দিয়ে শুরু। এক্ষেত্রে স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারও করা হয়েছে। তারপরও কেন এটাকে নিয়ে এত বড় ইস্যু বানানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ হচ্ছে তা বোঝা মুশকিল। এরা কারা করছে, আমাদের বোধগম্য নয়।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, একটি রাজনৈতিক শক্তি যারা পলাতক থেকে এসবের পেছনে উন্ধন দিচ্ছে। পার্শ্ববর্তী একটি দেশ থেকেও ইন্ধন দেওযা হচ্ছে বলে উঠে এসেছে তথ্যে। আমরা এসব নিয়ে কাজ করছি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্স এ আয়োজিত শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইজিপি বলেন, আমরা মনে করছি, সামনে অন্তবর্তী সরকারের একটা প্রধান ও সবচেয়ে বড় এজেন্ডা জাতীয় নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে, এটা দেশের বাইরে থেকেও হতে পারে। অনেক ক্রিয়াশীল শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশে একদিকে পূজা চলছে অন্যদিকে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে। যেন কেউ কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক আছে পুলিশ।

নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে। এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন ‍সুষ্ঠু করতে এরইমধ্যে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেড় লাখ পুলিশকে পেশাগত, দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। খুব শিগগিরই সারাদেশে ১৩০ টি প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে শুরু হবে। আগামী জানুয়ারিতে শেষ হবে প্রশিক্ষণ। এরপর তারা পুরোপুরি নির্বাচনের জন্য ফিট হবে।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানায় ভুক্তভোগীদের কোন অভিযোগ পেয়ে মামলা হিসেবে গ্রহণ না করে প্রাথমিক তদন্তের নামে কালক্ষেপন করলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা নির্বাচনের দায়িত্ব পালনে সক্ষম বলে কনফিডেন্ট

খোয়া যাওয়া অস্ত্রের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, মোট পাঁচ হাজারের মতো অস্ত্র খোয়া গিয়েছিল। এরমধ্যে বেশিরভাগই উদ্ধার হয়েছে গত এক বছরে। এক হাজার ৩৫০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি, এসব অস্ত্র বিচ্ছিন্নতাবাদী, আরসাসহ নানা জনের কাছে গেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বৈধ অস্ত্র যারা সরকারের নির্দেশনার পরও জমা দেননি তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৈধ হোক আর অবৈধ হোক সকল প্রকার অস্ত্র উদ্ধারকাজ চলমান রয়েছে।

গত জুলাই আন্দোলনে অপরাধ করা পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ অফিসার এ পর্যন্ত ২১ জন গ্রেফতার হয়েছে। আর বাকি যেসব পুলিশ অফিসার দেশের বাইরে পলাতক আছেন তাদের ব্যাপারে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছে। আমরা এ পক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর