Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগত তিন নির্বাচনের অভিযোগ যাচাইয়ে গঠিত তদন্ত কমিটিতে ৩ নতুন সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২২

‎ঢাকা: ‎বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাইয়ের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনে পুরনো তিন সদস্যের পরিবর্তে  নতুন তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি ‎নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইস্যু করা হয়। ইসি’র সিনিয়র সহকারী সচিব নাজমুল কবীর চিঠিতে সই করেন।

জানা যায়, এর ‎আগে তদন্তের ভার চার কর্মকর্তাকে দিয়েছিল ইসি। তাদের মধ্যে তিনজনের দফতর পরিবর্তন হওয়ায় এর পরিবর্তে নতুন তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হলো।

প্রথম দফায় গঠিত তদন্ত কমিটিতে ছিলেন- নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মহাপরিচালক (ভারপ্রাপ্ত), মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক ।

‎তাদের পরিবর্তে গঠিত তদন্ত কমিশনে এখন কাজ করবেন- উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান।

চিঠিতে বলা হয়, বিতর্কিত গত তিন জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা প্রদানের লক্ষ্যে তদন্ত কমিশনে তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে ইসি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গঠিত তদন্ত কমিশন মূলত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা যায়, সে লক্ষ্যে কমিশন সুপারিশও করবে।

‎সারাবাংলা/এনএল/আরএস

৩ নতুন সদস্য যুক্ত তদন্ত কমিটি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর