ঢাকা: বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাইয়ের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনে পুরনো তিন সদস্যের পরিবর্তে নতুন তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইস্যু করা হয়। ইসি’র সিনিয়র সহকারী সচিব নাজমুল কবীর চিঠিতে সই করেন।
জানা যায়, এর আগে তদন্তের ভার চার কর্মকর্তাকে দিয়েছিল ইসি। তাদের মধ্যে তিনজনের দফতর পরিবর্তন হওয়ায় এর পরিবর্তে নতুন তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হলো।
প্রথম দফায় গঠিত তদন্ত কমিটিতে ছিলেন- নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মহাপরিচালক (ভারপ্রাপ্ত), মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক ।
তাদের পরিবর্তে গঠিত তদন্ত কমিশনে এখন কাজ করবেন- উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান।
চিঠিতে বলা হয়, বিতর্কিত গত তিন জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা প্রদানের লক্ষ্যে তদন্ত কমিশনে তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে ইসি।
উল্লেখ্য, গঠিত তদন্ত কমিশন মূলত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা যায়, সে লক্ষ্যে কমিশন সুপারিশও করবে।