Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইযোদ্ধা কাফির বাড়িতে জেলা প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৪

কাফির বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসন। ছবি : সংগৃহীত

পটুয়াখালী: আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর, জুলাইযোদ্ধা নুরুজ্জামান কাফিকে পরিপূর্ন ক্ষতিপূরন পাইয়ে দেওয়ার লক্ষ্যে পুড়িয়ে দেওয়া বাড়ি পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের কাফির বাড়ি পরিদর্শন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে কাফির পরিপূর্ন ক্ষতিপূরন পাওয়ার লক্ষে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন।

বিজ্ঞাপন

তবে নুরুজ্জামান কাফি দুঃখ করে বলেন, ‘দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত আমি সরকার থেকে কোনো ক্ষতিপূরণ পাইনি।’

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে কাফির বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় বাড়িতে তার পিতা-মাতাসহ স্বজনরা থাকলেও তারা ঘর থেকে নিরাপদে বের হয়ে আসেন। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) নামের দুই যুবক জেল হাজতে রয়েছেন।

সারাবাংলা/জিজি

জেলা প্রশাসন নুরুজ্জামান কাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর