বগুড়া: পুকুরপাড়েই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হলেন রাহুল সরকার (৩০)। বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে নিজের লিজ নেওয়া পুকুরে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল সরকার হুইল বরশি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
নিহত রাহুল সরকারের বাড়ি কৈগাড়ী পাড়া (সি অফিস) এলাকায়। তিনি মৃত সোবহান সরকারের ছেলে।
পুলিশ জানিয়েছে, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং এ ব্যাপারে তদন্ত চলছে।