ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি’র জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নের নামে যে তালিকা ছড়ানো হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, ‘কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে এ ধরনের ভুয়া তালিকা প্রকাশ করেছে। এ তালিকার সঙ্গে বিএনপি’র দফতরের কোনও সম্পর্ক নেই এবং বিএনপি কর্তৃপক্ষের পক্ষ থেকে গণমাধ্যমে কোনও প্রার্থী তালিকাও পাঠানো হয়নি।’
তিনি আরও বলেন, ‘ফেসবুকে প্রকাশিত তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে এই ভুয়া তালিকা দেখে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।’
বিবৃতিতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ভুয়া প্রচারণা চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে দলীয় অবস্থান জানানো হবে।’