Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে ফ্রিজ মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৭

ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ইমাম হোসেন (৩৪) নামে এক ফ্রিজ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামে সাহেদ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন উপজেলার চরজুবলী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মো.বোরহানের ছেলে এবং পেশায় একজন ফ্রিজ মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানায়, ইমাম হোসেন স্থানীয় আটকপালিয়া বাজার সাহেদ ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া শান্ত’র ফ্রিজ ঠিক করতে যান। ওই সময় ফ্রিজের বিদ্যুতের সংযোগে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিজি

ফ্রিজ মিস্ত্রির মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

বাম জোটের নতুন সমন্বয়ক বজলুর রশীদ
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৮

আরো

সম্পর্কিত খবর