Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯

নির্বাচন কমিশন ভবন। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সারাবাংলাকে এই তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘আগামী ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হবে।’

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইসির নির্বাচনি সংলাপ। সেদিন দিনের প্রথমভাগে সুশীল সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় শিক্ষাবিদদের সঙ্গে। সেদিনের সেই সংলাপটি ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, রাজনৈতিকদলগুলোর সঙ্গে ইসির এবারের নির্বাচনি সংলাপ হতে পারে অক্টোবরের শেষ দিকে।

উল্লেখ্য, ১/১১ সময়কার ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন দেশে নির্বাচনি সংলাপ প্রথা চালু করেছে। সংলাপে দলগুলো ও অংশীজনদের কাছ থেকে আইনি সংস্কার, লেবেল প্লেয়িং ফিল্ড, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতসহ নানা বিষয়ে পরামর্শ নিয়ে থাকে ইসি। পরে কমিশনের জন্য আমলযোগ্য পরামর্শগুলো আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর