ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সিনিয়র সচিব বলেন, “১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। তার মধ্য থেকে দুটি দল ‘এনসিপি’ ও ‘বাংলাদেশ জাতীয় লীগ’কে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” এনসিপি কী প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেওয়ার কথাও বলেন তিনি। এর পর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় চিঠি দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে বলেও জানান সচিব।
আখতার আহমেদ আরও জানান, এই দু’টির বাইরে আরও তিনটি রাজনৈতিক দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ- শাহজাহান সিরাজ)।
এছাড়া, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় রয়েছে। তারাও নিবন্ধন পেতে পারে বলে জানান তিনি। সেইসঙ্গে নয়টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলেও জানান আখতার আহমেদ। দলগুলো হলো-
- আমজনতার দল
- বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)
- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)
- বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
- ভাসানী জনশক্তি পার্টি
- বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ
- জনতার দল
- মৌলিক বাংলা
- জনতা পার্টি বাংলাদেশ
এছাড়া, মাঠ পর্যায়ে তদন্ত করা ২২টি দলের মধ্যে সাতটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো-
- ফরোয়ার্ড পার্টি
- বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)।
- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম)
- জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি।
- বাংলাদেশ বেকার সমাজ (বাবেস)।
- বাংলাদেশ সলুশন পার্টি।
- নতুন বাংলাদেশ পার্টি ।