Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বাজারে টেকনো পোভা ফাইভ-জি সিরিজ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৯

টেকনো পোভা ফাইভ-জি সিরিজ

ঢাকা: স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশে এর বহুল প্রতীক্ষিত পোভা ফাইভ-জি সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উত্তরার সেন্টারপয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে একটি গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে এই ফোনটি উন্মোচন করা হয়। বাংলাদেশকে ফাইভজি ও এআই-নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে একটি নতুন মাইলফলক হিসেবে সিরিজটি উন্মোচন করা হয়েছে।

পোভা ফাইভজি সিরিজ টেকনোর সবচেয়ে প্রতীক্ষিত লাইনআপ, এই সিরিজের ট্যাগলাইন ‘বর্ন টু বি ইউনিক’ যেখানে ফাস্ট ফাইভজি কানেক্টিভিটি, ইউনিক ডিজাইন ও সর্বাধুনিক এআই পারফরম্যান্স নিশ্চিত করা হয়েছে। এই সিরিজের তিনটি মডেল রয়েছে, ‘পোভা ৭ প্রো ফাইভজি’, আলট্রা-স্লিম থ্রিডি-কার্ভড ‘পোভা স্লিম ফাইভজি’ ও স্টাইলিশ ‘পোভা কার্ভ ফাইভজি’। প্রতিটি ফোনের ডিজাইন ক্রেতাদের বিভিন্ন প্রয়োজনের জন্য উপযুক্ত পারফরম্যান্স ও আর্কষণীয় লুক প্রদান করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘বাংলাদেশ যখন ফাইভজি যুগে প্রবেশ করছে, তখন উদ্ভাবনের সাথে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এমন ডিভাইস আনতে প্রতিশ্রুতিবদ্ধ টেকনো। পোভা ফাইভজি সিরিজের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের জন্য এআই-নির্ভর বুদ্ধিমত্তা, নেক্সট-লেভেল পারফরম্যান্স ও অনন্য ডিজাইন নিয়ে আসতে চাই, যা স্মার্টফোনের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।’

টেকনো জানায়, তিনটি পোভা ফাইভজি ডিভাইসেই একদম নতুন হাইওএস ১৫ স্পেশাল ওএস ও সর্বাধুনিক টেকনো এআই সক্ষমতা নিয়ে আসা হয়েছে। এছাড়াও, তিনটি মডেলে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড), শক্তিশালী ক্যামেরা সিস্টেম, ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, এনএফসি ও আইআর রিমোট কন্ট্রোলের মতো কানেক্টিভিটি অপশন ব্যবহার করা হয়েছে। পোভা স্লিম ফাইভজি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য), পোভা কার্ভ ফাইভজি’র ৩২ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য), ও পোভা ৭ প্রো ফাইভজি’র দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টেকনো পোভা ফাইভ-জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর