Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ম নিয়ে বক্তব্য, যুবশক্তির তারিকুলের দুঃখ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৮

অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। একই সঙ্গে তার বক্তব্যর একটি সংশোধনী রূপ প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার (২৯ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের ধর্মের কোনো পরিচয় থাকবে না, আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

বিজ্ঞাপন

ওই বক্তব্যে তিনি ধর্মীয় পরিচয়ের উপেক্ষা চাননি বরং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে ধর্মীয় পরিচয়ের বিভাজন অতিক্রম করে বাংলাদেশি পরিচয়কে ধারণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে চেয়েছেন। তবে শব্দের অপ্রতুলতার কারণে মূল বক্তব্যের মর্ম স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি।’

বিষয়টি নিয়ে সংশোধিত বক্তব্যে বলা হয়, ‘আগামীর বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। কোনো জাতি, ধর্ম বা গোষ্ঠীর পরিচয়ে নয়, বরং সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের পরিচয় হোক আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় নিয়েই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বক্তব্যটি শব্দের অপ্রতুলতার কারণে ভিন্ন অর্থে প্রতিফলিত হওয়ায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে বিষয়টি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন।’

সারাবাংলা/এফএন/এসএস

তারিকুল দুঃখ ধর্ম প্রকাশ বক্তব্য যুবশক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর