Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরফ্যাসনে জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩১ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ০০:৫৮

ঢাকা: ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেওয়ার খবরটি সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেছে দলটি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমির মুহাম্মদ জাকির হুসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশীদ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তারা বলেন, ‘৩০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেলাম জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। খবরটি সম্পূর্নই মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা ওই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, ‘খবরটির কেন্দ্রে থাকা মো. ওমর ফারুক, পিতা মৃত মো. তোফাজ্জল হোসেনকে অর্থ কেলেঙ্কারি, সংগঠনের ফান্ডে উদ্বৃত্ত অর্থ জমা না দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রকৃত ঘটনা ২০২৪ সালের ৫ জুলাই বহিষ্কার করা হয়েছে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে বহিষ্কারাদেশের চিঠি সংযুক্ত করে বলা হয়েছে, ‘বহিষ্কৃত মো. ওমর ফারুকসহ কারও সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের সম্পর্ক নেই। যারা এ ধরনের ভুল তথ্য প্রচার করেছেন, তারা হলুদ সাংবাদিকতার কাজ করেছেন। সংশ্লিষ্ট এলাকার নেতাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক সংবাদ প্রচার করা উচিত ছিল।’ ভবিষ্যতে এ ধরনের ভুল তথ্য প্রচার না করার জন্য তারা অনুরোধ জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর