Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেবী দুর্গা অশুরকে বদ করে অশুভকে বিনাশ করেছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ০০:০৮ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ০০:১৬

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম

পঞ্চগড়: পঞ্চগড়ে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন ‘ বিগত ১৬ বছর দেশে ফ্যাসিস্ট ছিল। ছাত্র-জনতা যখন আন্দোলনে নেমেছিল, সেখানে কোনো ধর্মের বিভেদ ছিল না—সব ধর্মের মানুষই অংশ নিয়েছিল। আপনি দেখেন দেবী দুর্গা অশুরকে বদ করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা অন্যায় ও অশুভকেও বিনাশ করেছেন।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অষ্টমী পূজার রাতে পঞ্চগড় কেন্দ্রীয় শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘অতীতে ফেসবুকে একটা লাইভ বা পোস্ট করার কারনে ধরে নিয়ে গেছে। সাংবাদিকরা অনেক লেখনির মাধ্যমে অনেক ভুল ত্রুটিগুলো আমাদের ধরিয়ে দিয়েছেন। অথচ তাদের এই লেখনির কারনেও তাদের ধরে নিয়ে গেছে। বিচারহীতার একটি সংস্কৃতি তৈরী হয়েছে। এই সবগুলো বিনাশ করেছে দেবী দুর্গা। এই জিনিস গুলো আমাদের মনে রাখতে হবে। প্রত্যেক ধর্মই কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।’

বিজ্ঞাপন

এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ডিআইজি আমিনুল ইসলাম দেবীগঞ্জের জগবন্ধু ঠাকুরবাড়ি দুর্গা মন্দির ও বোদা উপজেলার শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির পরিদর্শন করেন।

সারাবাংলা/এসএস

অশুর দূর্গা দেবী বিনাশ রন্ধ্রে সমাজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর