Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকা ৪র্থ

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১২:১৭

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বছরের পর বছর ঢাকার মানুষের কাছে পরিচিত এক শব্দ—দূষণ। হোক তা বায়ু, শব্দ, পানি বা দৃশ্যমান বর্জ্য প্রতিটি দিকেই রাজধানী যেন দূষণের দখলে। কিন্তু এবার আন্তর্জাতিক পর্যায়ে যে তালিকাটি প্রকাশিত হয়েছে, সেখানে আবারও ঢাকার নাম উঠে এসেছে সবার সামনে।

বিশ্বখ্যাত এয়ার-কোয়ালিটি মনিটরিং প্ল্যাটফর্ম আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ অক্টোবর সকাল ১১টা ২৪ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স দাঁড়িয়েছে ১৩৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে।

বিশ্বের দূষিত নগরীর তালিকায় তালিকার শীর্ষে রয়েছে লাহোর (একিউআই: ১৬৯), দ্বিতীয় স্থানে দুবাই (একিউআই: ১৫৯), তৃতীয় স্থানে দিল্লি (একিউআই: ১৫৪) আর চতুর্থ স্থানে ঢাকা (একিউআই: ১৩৭)।

বিজ্ঞাপন

ঢাকার বায়ু দূষণের প্রধান কারণগুলো বিশ্লেষণ করলে কয়েকটি দিক স্পষ্ট হয়—

  • প্রতিদিন কয়েক লাখ যানবাহন চলাচল করে ঢাকার সড়কে। এদের মধ্যে অনেকগুলিই পুরোনো ও ধোঁয়া-নিঃসরণকারী যা প্রতিনিয়ত দূষিত করছে বায়ু।
  • ঢাকার আশেপাশে শত শত ইটভাটা এখনো জ্বলছে কয়লা ও কাঠে, যা সরাসরি কার্বন নির্গমন ঘটায়।
  • মেগাসিটি ঢাকায় প্রায় প্রতিটি এলাকায়ই কোনো না কোনো নির্মাণকাজ চলছে। পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় ধুলাবালু শহরের বাতাসে মিশে যায়।
  • গাছপালা কেটে কংক্রিটের জঙ্গল তৈরি হওয়ায় প্রাকৃতিকভাবে বাতাস পরিশোধনের সুযোগ হারাচ্ছে শহর।

এদিকে বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলে হাঁপানি, ব্রঙ্কাইটিস বা হার্টের সমস্যা থাকা মানুষদের জন্য বিশেষ সতর্কতা দরকার। শিশুরা, বয়স্ক মানুষ ও গর্ভবতী নারীরা এ সময় বেশি ঝুঁকির মধ্যে থাকেন। দীর্ঘমেয়াদে ফুসফুসের ক্যানসার, হৃদরোগ ও অকালমৃত্যুর আশঙ্কা বেড়ে যায়।

বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকার অবস্থান ঢাকা শুধু দক্ষিণ এশিয়ার নয়, বরং বিশ্বের অন্যতম দূষিত শহর হিসেবে চিহ্নিত। প্রতিবেশী দেশ ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোরের মতোই ঢাকা একটি ‘স্মগ-বেল্ট’-এর অংশ, যেখানে শীতকালে ধোঁয়া ও কুয়াশা মিলে তৈরি করে মারাত্মক ধোঁয়াশা। অন্যদিকে, তালিকায় থাকা শাংহাই, বাগদাদ, নাইরোবি, আদ্দিস আবাবার মতো শহরগুলোতেও দূষণ এখন বাড়ছে, কিন্তু ঢাকার সমস্যাটি অনেক বেশি দীর্ঘস্থায়ী ও জটিল।

ঢাকার দূষণ কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি—পুরোনো যানবাহন ও ইটভাটা বন্ধ করা, গণপরিবহন উন্নত করা, নগরীতে সবুজায়ন বাড়ানো, নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ ব্যবস্থা বাধ্যতামূলক করা, শিল্পকারখানার নির্গমন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।

সারাবাংলা/এফএন/এনজে

বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর