মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত রাত রাজধানীবাসীকে স্বস্তির ঘুম এনে দিলেও সকালটা যে দুর্ভোগ পোহাতে হবে সেটা অনুমেয় ছিল। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। পূজার ছুটি থাকায় রাস্তাঘাটে যানজট কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে, কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকেই। কারণ, রাস্তায় গাড়ির সংকট। যে অল্প কয়েকটি বাস রাস্তায় বেরিয়েছে, পানিতে তলিয়ে সেগুলোও বিকল হয়ে যায়। সিএনজি-অটোরিকশাও পানির ভেতরে দিয়ে যেতে চায় না। অগত্যা খালি পায়ে ও ভ্যানে চলতে দেখা গেছে যাত্রীদের। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে জলজট ও বৃষ্টি ভোগান্তির এই ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
জলজটে ভোগান্তি রাজধানীজুড়ে
সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ১৪:৩৩ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৫:২১
১ অক্টোবর ২০২৫ ১৪:৩৩ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ১৫:২১
সারাবাংলা/পিটিএম