Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে আ.লীগের রাজনীতি আর চলবে না: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ২০:২৮ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ২১:৩৪

পূজামণ্ডপ পরিদর্শনে সারজিস আলম। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানপরবর্তী সময়ে আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়। এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। দ্বিতীয়ত, যখন মানুষ আবার রাজপথে নামল এবং নামার পরে মানুষ রাজপথে দিনের পর দিন আন্দোলন করল এবং যমুনা ঘেরাওয়ের পর্যায় পর্যন্ত গেল, তখন তারা এই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের ধাপে গেল। এই অভ্যুত্থানের মতো এত বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে, আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে। তাহলে বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না।’

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে সারজিস বলেন, ‘এত বড় একটা দেশ, এতো মানুষের আকাঙ্খা, অভ্যুত্থান, সবকিছু স্যাক্রিফাইস করে আন্তর্জাতিক মহলের নিজের ইমেজের চেক এন্ড ব্যালান্স করতে হবে, এরকম মানুষকে প্রধান উপদেষ্টার আসনে বসানো হয়নি। আমরা স্পষ্ট করে বলব, তিনি এবং যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, বাংলাদেশের মানুষ ওই প্রশ্নে আপসহীন। খুনি শেখ হাসিনা-এটা বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা লেখা হয়ে গিয়েছে। রক্ত দিয়ে লেখা হয়েছে। যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী, তারা তাদের জায়গা থেকে এটা ভুলে যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, সেটা হলো, এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। এই বাংলাদেশে স্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে দল হিসাবে আইনগতভাবে নিষিদ্ধ হবে এবং করতে হবে-এটা ছাড়া অন্য কোনো অপশন নাই।’

তিনি আরও বলেন , ‘শুরু থেকেই বলেছি, আইনগত বাধা ছিল না বলেই আমরা শাপলা প্রতীক চেয়েছি। আমরা সকল বিষয়ে যাচাই করেছি। এখন আমাদের যেটা মনে হচ্ছে যে, নির্বাচন কমিশন কোনো কিছুর ভয়ে কিংবা চাপে এই স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে।’

তিনি বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলার আটোয়ারী উপজেলার রাধাঁনগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যেম কর্মীদের এ কথা বলেন।

সারজিস বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে এখন নিবন্ধন করার সকল যোগ্যতা অর্জন করেছি। এটা পেতে আমাদের কোনো বাধা নেই। আমরা যাত্রা শুরু করেছি এক বছরও কিন্তু হয়নি। তাতেই আমাদের মার্কা নিয়ে বড় গোষ্ঠীর, বিশাল বড় মাথাব্যথা। মানে তারা মার্কার যে ভার, সেটাই তারা নিতে পারছে না।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে সারজিস আলমের সঙ্গে আটোয়ারী উপজেলা এনসিপির নেতাকর্মীরাসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি

আওয়ামী লীগ রাজনীতি সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর