Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে ১০ কেন্দ্রীয় নেতা

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ২০:১৭ | আপডেট: ১ অক্টোবর ২০২৫ ২১:৩৫

জাতীয় নাগরিক পার্টি। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন ১০ কেন্দ্রীয় নেতা। এসব নেতাদের অন্যসব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস এম সুজা উদ্দিন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক ও বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

বিজ্ঞাপন

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে দেশের সব মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি সম্পন্ন করতে হবে।

সারাবাংলা/এফএন/এসএস

এনসিপি কেন্দ্রীয় দায়িত্ব নেতা বিভাগীয় সাংগঠনিক