পটুয়াখালী: দুমকীতে এক কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগে জলিল সিকদার (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীরামপুরের চরবয়েড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজরে আসে। এ বিষয়ে নির্যাতিত কিশোর রমজান মল্লিকের বাবা বশির মল্লিক বাদী হয়ে অভিযুক্ত জলিল সিকদারসহ চারজন ও অজ্ঞাত তিনজনের নামে মামলা করেন।
উল্লেখ্য গত রোববার সন্ধ্যায় চুরির অভিযোগে চরবয়েড়া গ্রামে কিশোরকে রমজান মল্লিককে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করে জলিল সিকদার ও তার দুই স্ত্রীসহ আরও চার-পাঁচজন। এরপর তারা রমজানকে পুলিশে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীর বাবা বশির মল্লিক বলেন, ‘থানায় মামলা করেছি। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আশা করছি উপযুক্ত বিচার পাবো।’
দুমকী থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাকির হোসেন বলেন, ভুক্তভোগী ওই কিশোরের বাবা থানায় মামলা করেছেন। প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।