Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকবিরোধী অভিযান গিয়ে হামলার শিকার পুলিশের এসআই

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৫ ২৩:২৬ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ০৮:৫৮

মাদকবিরোধী অভিযান গিয়ে হামলার শিকার পুলিশের এসআই রাসেল মিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মুগদায় রাসেল মিয়া (৩২) নামে এক পুলিশ সদস্য মাদককারবারির লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন। তিনি মুগদা থানার উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। তিনি মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়লা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও ছিনতাই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল মদিনাবাগ ময়লা বস্তি এলাকায় অভিযানে যায়। সেখান থেকে এক মাদককারবারিকে আটক করা হয়। এর পর তাকে থানায় নিয়ে আসার সময় আরেক মাদককারবারি পেছন থেকে রাসেলকে লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক ও ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারে একাধিক টিম অভিযান চালাচ্ছে। হামলার পেছনে থাকা চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর