Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অশুভ চক্রের চক্রান্ত ঠেকাতে মণ্ডপ পাহারা দিচ্ছে দেশের মানুষ: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ০০:৩২ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ০৯:৫৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অশুভ চক্রের চক্রান্ত ঠেকাতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধভাবে পূজামণ্ডপ পাহারা দিচ্ছে। বুধবার (১ অক্টোবর) দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্গাপূজা বাংলা ভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের জীবনে এক বিশেষ স্থান অধিকার করে আছে। দেবী দুর্গা শক্তি ও সাহসের প্রতীক। এই উৎসব শুভশক্তির জয়গান করে।’

ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের মৃত্তিকার গভীর থেকে যে ঐতিহ্য উৎসারিত হয়েছে, তার মূলেই রয়েছে ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থান। দুর্গাপূজার মূল বাণী হলো— অশুভের ওপর শুভের জয়।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বারবার সাম্প্রদায়িক উসকানি, মন্দিরে হামলা ও সাজানো ঘটনা ঘটানো হয়েছে। এখনও তাদের অনুচরেরা সক্রিয় রয়েছে। তবে দেশের মানুষ এখন একসঙ্গে মণ্ডপ পাহারা দিচ্ছে, যাতে শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব শেষ করা যায়।

বিএনপি মহাসচিব আশ্বস্ত করে বলেন, ‘অপশক্তির কোনো অশুভ তৎপরতা যাতে দুর্গাপূজায় বিঘ্ন না ঘটাতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয়তাবাদী দল-বিএনপি জনগণের পাশে থেকে তা প্রতিহত করতে বদ্ধপরিকর।’

তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামাজিক-সাংস্কৃতিক উৎসব যা মানুষের আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর