Thursday 02 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

সারাবাংলা ডেস্ক
২ অক্টোবর ২০২৫ ০৮:০৪ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১০:৪২

শারদীয় দুর্গাপূজা। ফাইল ছবি

ঢাকা: শারদীয় দুর্গাপূজার শুভ বিজয়া দশমী আজ। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় পাঁচদিনের শারদীয় দুর্গোৎসব শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। এদিন মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন মা। অশ্রুসজল চোখে সনাতন ধর্মাবলম্বীরা বিসর্জন দেবেন প্রতিমা। এর মধ্য দিয়ে পাঁচদিনের সার্বজনীন মিলনমেলা ভাঙবে আজ। তাই সব পূজামণ্ডপে এখন বিষাদের ছায়া। ঢাক-কাঁসরের বাদ্যিবাজনা, আরতি ও পূজারি-ভক্তদের পূজা-অর্চনায় যেন কেবলই দুর্গার বিদায় আয়োজন।

বিশুদ্ধ পঞ্জিকা মতে, আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে শারদীয় দুর্গাপূজার দশমীবিহিত পূজান্তে দর্পণ বিসর্জন করা হবে। বিসর্জনান্তে অপরাজিতা পূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা-বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

বিজ্ঞাপন

এদিন সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সর্বত্র বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন। বিসর্জনের উদ্দেশ্যে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবে বিকেল তিনটায়। এর আগে রাজধানীর সব পূজাম-পের অধিকাংশই এসে জমা হবে পলাশীর মোড়ে। সেখান থেকে সম্মিলিত বাদ্যিবাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর সদর ঘাটের ওয়াইজঘাটের বুড়িগঙ্গা নদীর জলে একে একে বিসর্জন দেওয়া হবে প্রতিমা।

বিজয়া দশমী উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ স্যাটেলাইট টেলিভিশনগুলো বিজয়া দশমী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ সংখ্যা ও নিবন্ধ। বিজয়া দশমী উপলেক্ষ্য রাষ্ট্রপতি, সরকারপ্রধান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন।

সারাবাংলা/পিটিএম

দুর্গাপূজা প্রতিমা বিসর্জন বিজয়া দশমী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর