Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ০৮:৫৮ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১১:৩৭

গ্রেফতার আব্দুল মাজেদ।

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক হাজার ৬০০ পিস এম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও সাড়ে সাত লাখ নগদ টাকাসহ আব্দুল মাজেদ (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার কৃঞ্চনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সাতক্ষীরা জেলা কার্যালয়ের একটি টিম অভিযানটি চালায়।

গ্রেফতার আব্দুল মাজেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর ১০(ক) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। অধিদফতরের পরিদর্শক লায়েকুজ্জামান মামলার বাদী হয়ে কালীগঞ্জ থানায় এজাহার দাখিল করেন। আব্দুল মাজেদকে কালীগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াধীণ।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/ইআ

ইয়াবাসহ গ্রেফতার মাদকবিরোধী অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর