Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ১৬ ঘণ্টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি


৯ জুলাই ২০১৮ ১২:০৮

ট্রেন (ফাইল ছবি)

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ: ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে জামালপুরের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

সোমবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার রাতে এ দুর্ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর মেলেনি।

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি আব্দুল মান্নান ফরাজি বলেন, দুর্ঘটনার পর রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ১৬ ঘণ্টা চেষ্টায় রেল কর্মীরা চেষ্টা চালিয়ে ইঞ্জিন লাইনে স্থাপন করা হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরো সময় লাগবে। ঢাকা থেকে ছেড়ে আসা একটি কমিউটার ও দুইটি আন্তঃনগর ট্রেন আটকা পড়েছে আছে বলে জানান এ কর্মকর্তা।

এর আগে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দেওয়ানগঞ্জ লোকাল ট্রেনটি শহরের আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ রেল গেইটে আসলে সেখান দিয়ে পার হতে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে হেচড়ে নিয়ে যায়। এর আগেই মোটরসাইকেলের চালক ট্রেন লাইনের উপর মোটর সাইকেল রেখে দ্রুত সরে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং ইঞ্জিন লাইনচ্যুত হয়। ট্রেনের লোকজন এবং স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত ১০টায় উদ্ধার অভিযান শুরু হয়।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন
ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর