Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লোটিলা থেকে ৩৭ দেশের দুই শতাধিক অধিকার কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর ২০২৫ ১০:৫৪ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১৩:৫১

ছবি: সংগৃহীত

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েল।

সংগঠনটির মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, সমুদ্রে ১৩টি নৌযান আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরাইলি বাহিনী। আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ছিলেন ৩০ জন। এছাড়া আটকদের মধ্যে ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন। আটক ও নৌযান ঘেরাও-এর পরও তাদের মিশন থেমে নেই। এখনো প্রায় ৩০টি জাহাজ গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

ছবি: টাইমস অব ইসরায়েল

এদিকে ফ্লোটিলার পথরোধের প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন।

ফ্লোটিলার যাত্রা শুরু হয় গত ৩১ আগস্ট, স্পেনের বার্সেলোনা থেকে। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিউনিসিয়া, ইতালির সিসিলি ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও আরও কিছু নৌযান এই বহরে যোগ দেয়। বর্তমানে এই বহরে ৪০টির বেশি নৌযান রয়েছে। তারা সমুদ্রপথে অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছিল।

আরও পড়ুন- গ্রেটা থুনবার্গসহ গাজামুখী বেশ কয়েকজন আটক

সারাবাংলা/ইআ

অধিকারকর্মী আটক অবরুদ্ধ গাজা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬৩
৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৯

আরো

সম্পর্কিত খবর