Sunday 05 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় ড্যাব সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৪:১০ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১৫:২২

ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন। ছবি: সংগৃহীত

কুমিল্লা: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. এম এম হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কুমিল্লা নগরীর পূর্বালী চত্বরে ‘সচেতন নাগরিক’ ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মো. আরিফ হোসেন, মোস্তফা জামান, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ, আব্দুল ওয়াদুদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মেডিকেল কলেজে প্রতিবাদ সমাবেশের নামে ডা. এম এম হাসানের বিরুদ্ধে গণমাধ্যমে ডা. আরিফ হায়দার ও তার সহযোগীরা যে মিথ্যা অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। এতে শুধু একজন চিকিৎসকই নয়, বরং বিএনপির ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, সংগঠনের ভেতরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানাই—ড্যাব নেতা ডা. আরিফ হায়দার ও তার সহযোগীদের দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হোক।

মানববন্ধনে বক্তারা দলীয় ঐক্য নষ্ট ও বিভাজন সৃষ্টির যেকোনো চেষ্টা রুখে দেওয়ারও আহ্বান জানান।

সারাবাংলা/জিজি

ড্যাব সভাপতি মানববন্ধন ষড়যন্ত্রের অভিযোগ