Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় একই ভবনের দুই কক্ষে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৪:৫৯ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ১৬:১৯

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় একই ভবনের দুই কক্ষের দরজার তালা ভেঙে আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আইনজীবী প্রবীর স্যানাল জানান, নবমীর রাতে এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে বাসায় ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। খোয়া গেছে আলমারি থেকে প্রায় এক লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার।

একই ভবনের অন্য ভাড়াটিয়া রঞ্জন সরকারের কক্ষ থেকেও ৩৫ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার খোয়া গেছে।

স্থানীয়রা বলেন, দুর্গাপূজার আনন্দ-উৎসবের সুযোগ নিয়ে এমন ঘটনা ঘটায় তারা বিচলিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর