Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডে ইহুদিদের উপাসনালয়ে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর ২০২৫ ১৮:০৬ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ২১:৩২

হামলার পর উত্তর ম্যানচেস্টারে সিনাগগের কাছে সশস্ত্র পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছেন। ছবি: এএফপি

ইংল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ম্যানচেস্টারে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয় (সিনাগগ) লক্ষ্য করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ব্রিটিশ পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ক্রাম্পসলে এলাকার হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগে এ হামলা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে হামলাকারী গাড়ি দিয়ে উপাসনালয়ে থাকা লোকজনকে চাপা দেওয়ার চেষ্টা করে এবং পরে ছুরিকাঘাত করে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার কাছে বোমাসদৃশ কোনো উপাদান থাকতে পারে—এমন আশঙ্কায় এখনো মরদেহের কাছে যায়নি পুলিশ। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলার সময় সিনাগগে ইয়োম কিপ্পুর উপলক্ষ্যে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। নিরাপত্তার খাতিরে তাদের ভেতরে আটকে রাখা হয়, পরে আশপাশ নিরাপদ হলে সরিয়ে নেওয়া হয়।

ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম একে “গুরুতর ঘটনা” হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডেনমার্ক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন বলে জানা গেছে। তিনি যুক্তরাজ্যজুড়ে সব সিনাগগে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/এসএস

ইংল্যান্ড ইহুদি উপাসনালয় নিহত হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর