Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ১৯:৪১ | আপডেট: ২ অক্টোবর ২০২৫ ২১:২৯

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না – (ফাইল ছবি) ও কোলাজ

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যদি নির্বাচন কমিশন তাদের না দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে শাপলা প্রতীক দেয়, তাহলে কোনো মামলা করা হবে না। বরং সেই সিদ্ধান্তকে গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

প্রদত্ত স্ট্যাটাসে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, “ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কথা, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ‘ফ্যাসিবাদ’ উৎখাতের লক্ষ্যে আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি — আমি কোনো মামলা করব না।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক চেয়েছে। তবে নির্বাচন কমিশনের সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা স্বল্পতার কারণ দেখিয়ে কমিশন এখন পর্যন্ত চূড়ান্ত অনুমোদন দেয়নি।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ইতোপূর্বে গণমাধ্যমে বলেছেন, আবেদন পেলে বিষয়টি কমিশন দেখবে এবং প্রয়োজন হলে নিয়মচুক্তি সংশোধন করা হতে পারে।

সারাবাংলা/এফএন/এসআর

এনসিপি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শাপলা প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর