ঢাকা: গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক ত্রাণবাহী ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলের হামলা এবং সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গসহ আটক মানবাধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন কমিউনিটি ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার শাহবাগে আয়োজিত ‘সলিডারিটি উইথ ফিলিস্তিন’ শীর্ষক সংহতি সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা চলছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। তারা উল্লেখ করেন, বাংলাদেশি মানবাধিকার কর্মী শহিদুল আলমও ফ্লোটিলায় যুক্ত ছিলেন, এজন্য তাকে স্যালুট জানাই।
বক্তারা বলেন, “ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য কোনো ধর্মীয় পরিচয়ের প্রয়োজন নেই, মানুষ হওয়াই যথেষ্ট।” বাংলাদেশের মানুষ নিঃশর্তভাবে ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের পাশে রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
এসময় গাজার গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক পরিসরে জোরালো ভূমিকা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সংহতি সমাবেশে বক্তব্য দেন কমিউনিটি ফর ফ্রিডম এন্ড জাস্টিসের কো অর্ডিনেটর মো. নিজাম উদ্দিন, সংগঠনের মুখপাত্র ডা. মমি আনসারী, দি বাংলাদেশ ডায়লগের পরিচালক আসলাম বেগ সায়েম, রাজনৈতিক কর্মী ওয়াহাব শিবলী,ডা. ওমর খৈয়াম,ডা. মিয়াজ মাহিন, কবি ও এক্টিভিস্ট মোশাররফ অপূর্ব, রাজনৈতিক কর্মী মুফতিজুল কবির কিরন,ঢাবি ছাত্রনেতা বিএম কাউসার, মল্লিক তামি, মানবাধিকার কর্মী সাবিহা জাকি, এক্টিভিস্ট জিনাত হক প্রাপ্তি, আবু হাসান নাহিয়ান, রাজনৈতিক কর্মী,সোলায়মান মিয়া, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. নাফিউর রহমান।