নাটোর: জেলার নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুজন কুমার নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটে।
নিহত সুজন কুমার (৩৩) লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের ফুলবাগান এলাকার সুনীল কুমারের ছেলে। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সুজন কুমার গতকাল বিকেলে মোটরসাইকেল নিয়ে নঁওগা জেলার আত্রাইয়ে আত্মীয়র বাড়িতে যায়। আজ নিজ বাড়িতে ফেরার জন্য সকাল সাড়ে ৭টার দিকে রওনা হয়। সকাল সাড়ে ৮টার দিকে দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে সুজন পুকুরে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
দুপুর ২টার দিকে স্থানীয়রা পুকুরে সুজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তখন পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল পাঠানো হয়।