Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৫ ২১:৫৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ০৯:৫০

নিহত যুবক ফারুক মিয়া

ব্রাহ্মণবাড়িয়া: জেলার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের সোনাসার গ্রামে ছয়তলা নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ফারুক মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাসার গ্রামের জুনাইদ মিয়ার নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাজ করছিলেন ফারুক। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভৈরবে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর