Thursday 02 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ০০:১১

প্রতীকী ছবি

খুলনা: খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা সহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩নং নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল (৩৭), আনসার সদস্য তামিম হোসেন (২৫), গ্রাম পুলিশ ওদুদ (২৮) মন্দিরের পূজারী সুপ্রিয়া রায় (৪৫) এবং মলয় রায় (৪২)। এদের মধ্যে আনসার সদস্য তামিমের অবস্থা গুরুতর।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ‘রাতে জাবুসা মিলন মন্দির থেকে দুর্গা প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশে আনসার বাহিনীসহ মন্দির কমিটির নেতারা রূপসা নদীর দিকে যাচ্ছিলেন। আকষ্মিক পিছন দিক থেকে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে।’

সারাবাংলা/এসএস

আহত কর্মকর্তা খুলনা পুলিশ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর