Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ‘ফ্লোটিলা’ আটকে দেওয়ায় বাংলাদেশের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১১:১৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ১২:৪০

ছবি: সংগৃহীত

ঢাকা: গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা জাহাজ আটকে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে, এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারকে নির্লজ্জ প্রকাশ বলেও উল্লেখ করেছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের তীব্র নিন্দা জানায়।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আটক সকল মানবিক সহায়তা কর্মী ও কর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

গাজা ও পশ্চিম তীরে তাদের অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে, আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করতে, গাজায় গণহত্যা যুদ্ধ এবং মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা ফ্লোটিলা দখলদার ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বব্যাপী সংহতি প্রকাশ করে। ইসরায়েলকে অবশ্যই গাজায় তাদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে, যেখানে দখলদার ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা এবং জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে আসছে।

এই তীব্র দুর্দশা এবং অব্যাহত দুর্ভোগের মুহূর্তে বাংলাদেশের সরকার এবং জনগণ ফিলিস্তিনের জনগণের সঙ্গে অটল সংহতি প্রকাশ করছে।

সারাবাংলা/একে/এসডব্লিউ

‘ফ্লোটিলা’ গাঁজা গ্লোবাল সুমুদ বাংলাদেশের নিন্দা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর