Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৫:০১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ১৫:০২

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মানবপাচারকারীকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানিয়েছেন, পাচারকারীরা মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল। উদ্ধার হওয়া ব্যক্তিদের এবং আটক পাচারকারীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

আটক ২ নারী-শিশু উদ্ধার মানব পাচার যৌথ বাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর