Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজার উদ্দেশে ফের নৌবহর পাঠাচ্ছে এফএফসি

আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর ২০২৫ ১৬:০৬ | আপডেট: ৩ অক্টোবর ২০২৫ ১৯:৪৫

গাজার উদ্দেশ্যে ফ্লোটিলার নৌকা। ছবি: সংগৃহীত

ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে আরও ১১টি জাহাজ রওনা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, বহরটিতে প্রায় ১০০ জন মানবাধিকারকর্মী ও যাত্রী রয়েছেন। তুরস্কের সংবাদসংস্থা ‘আনাদোলু এজেন্সি’র বরাতে এ তথ্য জানা গেছে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ২০০৮ সাল থেকে গাজায় মানবিক সহায়তা পাঠানো ও অবরুদ্ধ ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরতে একাধিক মিশন পরিচালনা করে আসছে।

এরই মধ্যে ইসরায়েলি নৌবাহিনী গাজামুখী ৪৪টি জাহাজ আটক করেছে এবং সেগুলোতে থাকা ৪৫০ জনেরও বেশি কর্মীকে গ্রেফতার করে। ইসরায়েল এর আগেও গাজামুখী জাহাজে হামলা চালিয়ে যাত্রীদের বহিষ্কার ও পণ্য জব্দ করেছে।

বিজ্ঞাপন

প্রায় ১৮ বছর ধরে অবরুদ্ধ গাজায় ২৪ লাখ মানুষের জীবন বিপর্যস্ত। চলতি বছরের মার্চে সীমান্ত বন্ধ করে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, গাজা এখন দ্রুত বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।

অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি আগ্রাসনে ৬৬ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর