Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে জিম্মি থাকা ৪ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৫ ১৬:৫৪

অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড।

বাগেরহাট: সুন্দরবনের ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস তৌহীদ এর নির্বাহী কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য জানান। এদিন ভোর ৫টায় ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে এমন খবর পায় তারা।

অভিযান চলাকালীন কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি একনলা বন্দুক, দুইটি এয়ারগান এবং তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল।

এদিকে, উদ্ধার জেলে এবং জব্দ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

৪ জেলে উদ্ধার মোংলা কোস্ট গার্ড সুন্দরবনে জিম্মি

বিজ্ঞাপন

গাছ নিধনে চর বনায়ন ধ্বংস
৩ অক্টোবর ২০২৫ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর